মো: মাসুদ হোসাইন (রায়পুর) লক্ষ্মীপুর, প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও স্মার্ট জনশক্তি বিনির্মাণে অভিভাবকদের ভূমিকা শীর্ষক “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৩ ঘটিকায় সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদের শিল্প-সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্য বিজ্ঞান মনস্ক ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় গড়ে তুলতে অভিভাবক তথা মায়েদের সবার আগে স্মার্ট হতে হবে।
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ছাড়া উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা অসম্ভব। স্মার্ট নাগরিক তৈরি করতে হলে আগে অভিভাবকদের সচেতন ও স্মার্ট হতে হবে। সন্তান মানুষ করার পেছনে পিতা-মাতার ভূমিকা মূখ্য।
এসময় তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ তৈরি করতে মাননীয় প্রধানমন্ত্রী কয়েক বছর ধরে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। ‘এর ফলে আমরা সবদিক থেকে চৌকস হবো।
আমাদের শিক্ষা হবে স্মার্ট, অর্থনীতি হবে স্মার্ট, আমাদের গভর্নেন্স হবে স্মার্ট, আমাদের ব্যবসা-বাণিজ্য হবে স্মার্ট। এই সব কিছুর মধ্য দিয়ে আমরা একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করব,’
উক্ত অনুষ্ঠানে সহকারী শিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিয়াজ চৌধুরী সভাপতিত্বে মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো: মঈনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ টিপু সুলতান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার সোহাগ সহ অন্যান্ন শিক্ষকবৃন্দ, অভিভাবক,সামাজিক গণ্যমান্য ব্যাক্তি বর্গ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার, শেখ রাসেল পুষ্প কাননে একটি গাছের চারা রোপণ করেন। এবং সততা ষ্টোর উদ্ভোধন করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply