হুমায়ুন কবির,ঠাকুরগাঁও সংবাদদাতা।।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৬০ বোতল ফেনসিডিলসহ মো. হানিফ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গত শুক্রবার (১১ আগস্ট) সকালে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
হানিফ রাণীশংকৈল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল বাসেরের ছেলে।
ওসি জানান, শুক্রবার ১১ আগস্ট সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা মাদক বিরোধী অভিযানিক টিমের নের্তৃত্বে ভাতুরিয়া ইউনিয়নের চাপাসার গ্রামের পাকা রাস্তার ওপর থেকে ব্যবসায়ী হানিফকে ৬০ বোতল
ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
হানিফের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা রুজু করে তাকে জেল থাজতে প্রেরণ করা হয়েছে মর্মে ওসি তাজুল ইসলাম জানান।
Leave a Reply