রাণীশংকৈল,(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোমবার(১৪আগস্ট) পাইলট উচ্চ মাঠে অনুষ্ঠিত হয়। জেলা স্কাউটস সভাপতি ও জেলা প্রশাসক মাহবুবুর রহমান একটি বকুল ও পলাশ ফুল গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। সেইসাথে তিনি উপজেলার আরও ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
উপজেলা স্কাউটস শাখার তত্বাবধানে এ বৃক্ষরোপণ কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস এর সভাপতি নবাগত ইউএনও শাহরিয়ার রহমান, সহকারী কমিশনার(ভূমি)ইন্দ্রজিত সাহা, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক নুরুল হুদা মনিব, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা,প্রেসক্লাব সভাপতি মোবারক আলীসহ বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও স্কউটসের সদস্য প্রমুখ।
উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক বলেন এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলা স্কাউটস শাখার উদ্যোগে উপজেলার মোট ১৫৭ টি প্রাথমিক বিদ্যালয়ে, ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়ে এবং ১৮ টি মাদ্রাসাসহ
মোট ২২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস এর নিজ অর্থায়নে মোট ১৭ হজার বিভিন্ন জাতের বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপন করা হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply