শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ সন্ধ্যা ৭ টায় পৌর শহরের জামিয়া মাদানিয়া মাদ্রাসায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কবি শহীদ-উল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথি ছিলেন জামিয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সাইফুর রহমান, মাওলানা হাসান আহমদ, হাফেজ তায়েফ আহমদ, নারী শিক্ষা একাডেমি (অনার্স) কলেজের শিক্ষক ও নিসচার কার্যনির্বাহী সদস্য ওলিউর রহমান পারভেজ, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার প্রচার সম্পাদক শাকিল আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ছাত্রবৃন্দ।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের প্রতি গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তী সময়ে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা হাসান আহমদ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply