বিশেষ প্রতিনিধি
রাঙ্গামাটি জেলা শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কাপ্তাই থানার এসআই (নিরস্ত্র) মো: ইমাম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
আজ ১৭ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর ১২টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে র সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অপরাধ সভায় পুলিশ সুপার জুলাই মাসে রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কাপ্তাই থানার এসআই (নিরস্ত্র) মো: ইমাম উদ্দিনকে নির্বাচিত করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার। উল্লেখ গত জুলাই মাসে একটি ট্রাক, দুইজন আসামি সহ ১৫৫৮ লিটার চোলাইমদ উদ্ধার করেন তিনি, রাংগামাটি জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত কাপ্তাই থানার এসআই মোঃ ইমাম উদ্দীনের কাজের স্বীকৃতিসরূপ আজ রাংগামাটি পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ সভায় নগদ অর্থ পুরস্কার প্রদান করা করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার। রাংগামাটি পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ সভায় নগদ অর্থ পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার),জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান, রাংগামাটি সদর সার্কেল জাহিদ হোসেন,কাপ্তাই সার্কেল রওশন আরা রব,কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন সহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন থানা ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply