মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বাগাতিপাড়া এলাকায় নর্থ বেঙ্গল সুগার মিলের চিথলিয়া কৃষি খামার থেকে আমিনুল হক নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আমিনুল হক(৩৫) রাজশাহী জেলার বাঘা এলাকার ইস্রাফিল হকের ছেলে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম খান বলেন, গতকাল সন্ধ্যায় বাড়ী থেকে বের হয় আমিনুল হক। অনেক রাত হলেও বাড়ীতে ফিরে না আসলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে।
আজ শুক্রবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের চিথলিয়া কৃষি খামারে আখের জমির মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে আমিনুল হকের পরিবারের সদস্যরা মরদেহটি সনাক্ত করে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আমিনুল হক পেশায় একজন অটো রিক্সা চালক।
Leave a Reply