হুমায়ুন কবির,রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ অফিসে সোমবার বিকেলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক প্রতিবাদ সভা ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে সভায় সভাপতি ছাড়াও বক্তব্য দেন- আ’লীগ সিনিয়র সহসভাপতি জবায়দুর রহমান ও মুক্তার আলম, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ ছাড়াও সভায় আ’লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুবলীগ সভাপতি সাবেক মেয়র আলমগীর সরকার, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন আ’লীগ নেতা সহ-অধ্যাপক প্রশান্ত বসাক।
প্রসঙ্গত: ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি ক্ষমতায় থাকাকালে ঢাকায় আ’লীগের জনসভায় কেন্দ্রীয় মহিলা আ’লীগ সভানেত্রী আইভী রহমানসহ ২৪ নেতাকর্মী এক ভয়ংকর গ্রেনেড হামলায় নিহত হন। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে রক্ষা পান।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply