কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।(২১ আগষ্ট) সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, অফিসার ইনচার্জ এ এইচএম লুৎফুল কবির,চেয়ারম্যান সাখাওত হোসেন প্রধান প্রমুখ।
এ-সময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রেজাউর রহমান মিঠু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার (মনি) কড়িহাতা ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, তরগাঁও ইপি চেয়ারম্যান আইয়ুর রহমান সিকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সুশীল সমাজ স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ,মাদক, বাল্যবিবাহ, বিদ্যুৎ বিভ্রাট, নারী নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিজ নিজ জায়গা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,কৃষকদের সঠিক দামে যথাসময়ে সার সরবরাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বক্তব্যে ইউএনও একেএম গোলাম মোর্শেদ খাঁন বলেন, উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার বাড়াতে হবে। জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগ কে এবিষয়ে নজর রাখতে হবে। শিশু জন্মের প্রথম ৪৫দিনে বিনামূল্যে জন্ম নিবন্ধন করা যায় এবিষয় টি জনসাধারণ কে জানাতে হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply