কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৪ আগষ্ট উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে সদর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন।
ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ও সরকারি নির্দেশনা অমান্য করে ১৫০০/১৬০০ টাকায় মনগড়া মূল্য নির্ধারণ করে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুটি গ্যাস সিলিন্ডারের দোকানে ও একটি ডিপোতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৪০ ধারায় দশ হাজার টাকা করে, তিনটি প্রতিষ্ঠানে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ-সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন দৈনিক জবাবদিহি কে জানায়,এসব দোকানে ন্যায্যমূল্যে বিক্রির ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদানসহ প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply