
স্টাফ রিপোর্টার,শাহরিয়ার শাকিল।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা তাজুল ইসলাম এর অর্থায়নে বড়লেখা উপজেলার ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়নের পূর্ব মাইজগ্রামের সনাতন ধর্মালম্বী দুইটি পরিবার কে ৫৬ তম ঘরের ভিত্তি স্থাপন ও টিউবওয়েলের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬আগস্ট) দুপুর ১ ঘটিকার সময় ঘরের ভিত্তি স্থাপন ও টিউবওয়েল এর উদ্বোধনী অনুষ্টানে সংগঠনের উপদেষ্টা ইন্জিনিয়ার আব্দুল খালিক এর সঞ্চালনায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সংগঠনের উপদেষ্টা আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়াডে ইউপি সদস্য হিফজুর রহমান।
বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সংগঠনের উপদেষ্টা নিয়াজ উদ্দীন, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মাস্টার জাকির হোসেন, উপদেষ্টা তাজুল ইসলাম, টিম ফর কোভিড ডেথ বড়লেখা ও জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দীন, বাংলাদেশ প্রেসক্লাবে বড়লেখা উপজেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক শাহরিয়ার শাকিল, দপ্তর সম্পাদক সাংবাদিক আক্তার হোসেন, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক ছাইফুর রহমান ছামি প্রমুখ।
উল্লেখ্যঃ উপস্থিত অতিথিবৃন্দগন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের ভুয়সী প্রশংসা করে বলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন – মণি হিন্দু তাহার প্রাণ এই প্রতিপ্রাদ্যগুলোকে সামনে রেখেই বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ আর্তমানবতার সেবায় প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সে জন্য নিশ্চয় প্রশংসার দাবি রাখে সংগঠনটি। এই রকম সামাজিক ও মানবিক কাজ গুলো সবসময় অব্যাহত আছে এবং আগামীতে অব্যাহত থাকবে এমনটি প্রত্যাশা।
পরিশেষে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন সহ সংগঠনের সকল দায়িত্বশীল, সদস্যবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অতিথিবৃন্দ।
Leave a Reply