মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের উদ্যোগে রবিবার ( ২৭ আগষ্ট) সকাল ১০ ঘটিকার সময় ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে ও মোস্তফা কামালের সঞ্চালনায়
এতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন
সভায় তিনি বলেন, আমার থানায় কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চাঁদাবাজ, সন্ত্রাসী ডাকাতি কর্মকাণ্ড ও ভূমি দস্যুদের কোনো স্থান হবে না।
তারা যে কোনো পরিচয়ের হোক। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছে।
তাই আমার এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী ও কোনো ভূমি দস্যুর কোনো ঠাঁই নেই।
ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আমার থানার গেট সব সময় এলাকাবাসীর জন্য খোলা।
যেকোনো প্রয়োজনে আমাকে সরাসরি জানাবেন। আমরা জনগণের সেবক। আমরা দেশের স্বার্থে কাজ করবো।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ৩নং বিট অফিসার এসআই মোস্তফা কামাল ও এএসআই আব্দুল হক,
এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম , কামরুল হাসান, ইউপি সদস্য মনির হোসেন , ইউপি সদস্য ফয়জুল ইসলাম, ইউপি সদস্য ফজুল মিয়া, ইউপি সদস্য আজাদ মিয়া, আব্দুল জব্বার, ইউপি সদস্য আবুল কাশেম, মহিলা ইউপি সদস্য রুশনা বেগম ও শিউলী বেগম প্রমুখ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply