কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় মাদক সেবনের দায়ে ৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে দুইশো টাকা করে জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খাঁন।
সোমবার ২৮ আগষ্ট বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের খাঁন বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
সুত্রে জানা যায়, উপজেলা ইউএন ওর নেতৃত্বে পুলিশ উপপরিদর্শক উজ্জ্বল মল্লিক ও এএসআই নিউটন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবন কালে অভিযান চালায় এ-সময় ২৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে ৬ মাদকাসক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ঘটনায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে,তাদেরকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য আইন ২০১৮/৩৬(৫) ধারায়-আটককৃত ১/ মোঃ মাসুম খান পিতা –জালাল উদ্দিন খান, পাবুর,২/ হারুন খান,পিতা মস্তফা খান,বানার হাওলা,৩/ রাসেদ খান, পিতা -রফিকুল ইসলাম খান,পাবুর ৪/ নাদিম, পিতা -খবির আলম খান, পাবুর ৫/ মাসুদ,পিতা-শাজাহান, পাবুর ৬/সুমন,পিতা-পরিমল চন্দ্র,জিনিয়া
কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড- ও জনপ্রতি ২ শত টাকা মোট ১২ শত টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক জবাব দেহি কে জানান,থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ছয়জনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতার আসামীকে কাপাসিয়া থানায় সোপর্দ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে এবং যুবসমাজকে মাদকমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply