কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় ভেজাল পণ্য বিক্রির দায়ে ১ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান উপজেলা সদর বাজারের মুক্তা বীজ ভান্ডার কে নকল কীটনাশক বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে নগদ ১০০০০/ ( দশ হাজার টাকা) জরিমানা করা হয়।
সোমবার ২৮ আগষ্ট বিকেল ৬টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি রিফাত নূর মৌসুমী থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ভুমি রিফাত নূর মৌসুমী বলেন,বাজারে দোকানগুলোয় ভেজাল পণ্য বিক্রয় করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১টি দোকানে বিএসটিআইএর অনুমোদনহীন ও নকল কীটনাশক পাওয়ায় দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply