হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
সার্বজনীন পেনশন ব্যবস্থাকে বেগবান ও তরান্বিত করার লক্ষ্যে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার আয়োজনে রবিবার (৩ সেপ্টেম্বর) সর্বজনীন পেনশন স্কিম বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন দুপুরে পৌরশহরের সান্তা কমিনিউটি সেন্টারে মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাণীশংকৈল সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক আব্দুল জব্বার, ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আ,জ,ম শফিউল্লাহ,পূর্বালী ব্যাংক শাখা ব্যবস্থাপক ফজলে এলাহি, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, প্রভাষক বিল্লাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মতিউর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক মোঃ বিপ্লব, প্রভাষক রেজাউল ইসলাম বাবু, হোটেল মালিক আব্দুল কাদেরসহ পৌর কাউন্সিলবৃন্দ, বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনা করে সরকার সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করেছে । আপাতত চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন কর্মসূচি চালু করা হয়েছে। এগুলোর নাম হচ্ছে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী। এর মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য ‘প্রগতি’,স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা’, প্রবাসী বাংলাদেশিদের জন্য‘প্রবাসী’ এবং দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ‘সমতা’ এই চার কর্মসূচি নিয়ে অবহিতকরণসহ উদ্বুদ্ধকরণ এবং সর্বোপরি এই সর্বজনীন পেনশন স্কিমে ভবিষ্যতের কথা চিন্তা করে সকলকে এ পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হবার আহ্বান জানান।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply