মোঃ নিজাম উদ্দিন সিলেট, থেকে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, জাতির পিতার স্মৃতি সরংক্ষণ এবং নতুন প্রজন্মের নিকট জাতির পিতার অবদান তুলে ধরার লক্ষ্যে জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে নির্মিত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের দুঃসময়ে পাশে থাকার রাজনীতি করেছেন। বাবার আদর্শে আদর্শিত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সবসময় গণমানুষের রাজনীতি করছেন। তিনি বুধবার (৬ সেপ্টেম্বর) জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলমের অর্থায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর তো করে বাবার স্বপ্ন বাস্তবায়ন ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply