কপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার ৮ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর যৌথ আয়োজনে সকাল ১০ টায় স্লোগানে স্লোগানে মুখরিত একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্মকর্তা মাহাবুব,উপজেলা সহকারী কমিশনার ভুমি রিফাত নূর মৌসুমী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,সেচ্ছাসেবী সংগঠন,আইইডিএস, ব্র্যাকসহ অন্যান্য এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ-সময় বক্তারা বলেন,এখন শুধু স্বাক্ষর দিতে পারলেই হবে না। লিখতে ও পড়তে জানতে হবে, তবেই সাক্ষরতা জ্ঞান হবে। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়া না জানা মানে অন্ধ হয়ে থাকা। আপনারা যারা এই প্রকল্পের শিক্ষার্থী তারা সবাই নিজ নিজ কেন্দ্রে আসবেন এবং অন্যদের শিক্ষা কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবেন।বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য গুনগত ও মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply