মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে দেশীয় তৈরি রিভলবার ও গুলিসহ আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। সে উপজেলার কাঁঠাল বাড়ীয়া গ্রামের কাচু মন্ডলের ছেলে।
লালপুর থানা সূত্রে জানাযায় শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা চংধুপইল ইউনিয়নে কাঁঠাল বাড়ীয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুলপুর ফাঁড়ীর এস,আই মানিক কুমার চৌধুরী ও এএসআই মোঃ সামীম রেজার নেতৃত্বে তার নিজ বাড়িতে অভিযানকালে আব্দুর রাজ্জাক সুকৌশলে পালিয়ে যায়। এসময় তার ঘর তল্লাশি করে শয়ন কক্ষ হতে ব্যাগে মোড়ানো একটি দেশীয় তৈরি রিভলবার সহ তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ। পরে পলাতক আসামী আব্দুর রাজ্জাককে রাত ৩ টার দিকে আব্দুলপুর রেলস্ট্রেশন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী আব্দুর রাজ্জাক অস্ত্র ও গুলিসহ অবৈধভাবে বিক্রয়ের উদ্দশ্য তার কাছে রাখার কথা স্বীকার করেছেন। শনিবার তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply