মিঠুন পাল,( পটুয়াখালী):
“সেবা ও উন্নতির দক্ষ,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের তৃণমূল পর্যায়ে, সরকারের সকল স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিভাগ, দপ্তর, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, বর্তমান আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড নিয়ে ১৭ই সেপ্টেম্বর থেকে ১৯ই সেপ্টেম্বর /২৩ তিন দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি নিয়ে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিরা সাঝ -সজ্জায় গলাচিপা উপজেলা প্রশাসন চত্বরে এক উন্নয়ন মেলার আয়োজন ও দিবসটি পালন করে। রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় দেশের তৃণমূল পর্যায়ে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবা, কৃষি, বিদ্যুৎ সহ শেখ হাসিনা সরকারের গরীব অসহায়দের জন্য উপহার গৃহনির্মাণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সকলের জন্য পেনশন স্কীম সুবিধা, বিষয়ে সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে, স্থানীয় সরকারের চিত্র তুলে ধরেন। এসময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও র্যালী নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মূ. সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন শানু ঢালী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সজল দাস, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুন ইসলাম, ওসির প্রতিনিধি এস আই রানা প্রমুখ। স্থানীয় সরকার দিবসে অনুষ্ঠানের মধ্যে পর্যালোচনা মূলক বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, গোলখালী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ নাসির উদ্দিন, প্যানেল মেয়র সুশীল কুমার বিশ্বাস প্রমুখ। উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও দপ্তর সমূহ নানাবিধ আকর্ষণীয় স্টল ও তথ্য চিত্রসহ তৃণমূল মানুষের সকল উন্নয়ন সেবার জন্য মানুষকে সচেতন করার জন্য নানা আয়োজন করে। এছাড়া সকলের জন্য আনন্দ ক্রীড়া, সাঁতার, হাঁস ধরা, হাডুডু খেলা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে উন্নয়ন মেলায়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply