মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কুচাই চা বাগান পুলিশের বিশেষ অভিযানে ৩৫০ লিটার চুলাই মদসহ দেবনাথ তেলী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ৬ ঘটিকায় সময় জুড়ী থানার এসআই মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুচাই চা বাগানের মৃত রামকিষুন তেলী বসত ঘর তল্লাশি করে বিশেষ অভিযান চালিয়ে তার পুত্র দেবনাথ তেলী কে ৩৫০ লিটার দেশীয় চুলাই মদ সহ আটক করেন। জানা যায় দীর্ঘদিন থেকে দেবনাথ তেলী কে চুলাই মদ তৈরী করে বিক্রি করে আসছিল।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪/৩৭ (গ) ধারায় জুড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply