হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিলুপ্ত প্রজাতীর একটি জীবিত তক্ষকসহ সিরাজুল ইসলাম লুলু (৬০) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। পরে ওই পাচারকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
তক্ষকটিকে বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টার খবর পেয়ে গত
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভানোর বিশ্রামপুর আগাটলা গ্রাম থেকে তাকে আটক করে। সিরাজুল ইসলাম ঢাকার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
পুলিশের জানায়,একটি তক্ষকসহ উপজেলার বিশ্রামপুর আগাটলা গ্রাম থেকে সিরাজুল ইসলাম লুলু নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। এদিন বিকেলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা। একই সঙ্গে উদ্ধারকৃত জীবিত তক্ষকটি সন্ধ্যায় অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি তক্ষক বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টার খবর পেয়ে সকালে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের কারাদন্ড দেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply