কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেসিক ট্রেড ইনস্টিটিউট জেলা পরিচালক কর্তৃক অ্যাসোসিয়েশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে অরবিট কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর আয়োজনে উপজেলার তারাগঞ্জ হরেন্দ্র নারায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়,দারিদ্র বিমোচন, দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা দূরীকরণ, আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনশক্তি সৃষ্টি ও আন্তর্জাতিক শ্রম বাজারে দক্ষ জনশক্তি সরবরাহ বৃদ্ধি প্রভৃতি উদ্দেশ্যে সামনে রেখে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন কোর্সে স্বল্প মেয়াদী বেসিক ট্রেড এ ভর্তির ব্যবস্থা রয়েছে। এর মধ্য কম্পিউটার, আইটি, তথ্য প্রযুক্তি, মার্কেটিং, বিল্ডার্স, মেশিনারিজ, বিভিন্ন অপারেটর, টেইলারিং, ইলেকট্রনিক্স, সার্ভেয়ার, আমিনশীপ, ইলেকট্রনিক্স, অটোক্যাট, গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন ক্যাটাগরির প্রায় ১০০ এর বেশি ট্রেড রয়েছে ।
ফাহিম কম্পিউটার ট্রেনিং এন্ড সার্ভে ইনস্টিটিউট’ এর পরিচালক সাদ্দাম হোসেন অনন্তের সভাপতিত্বে ও গোল্ডেন ওয়ে আইটি ইনস্টিটিউট কোনাবাড়ী শাখার পরিচালক জাহিদুল ইসলাম ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা আব্দুল জব্বার উল্লাস পরিচালক অক্টাল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট কালিয়াকৈর, আইডিয়াল পলিটেকনিক্যাল এর পরিচালক মোঃ পাভেল, কারিগরি বেসিক ট্রেড এসোসিয়েশন এর সেক্রেটারি মামুন আলম খান প্রমুখ।
এ-সময় কারিগরি বেসিক অ্যাসোসিয়েশন সভাপতি সাদ্দাম হোসেন অনন্ত বলেন,
কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের মানুষকে জনশক্তিতে রূপান্তরিত করার এবং বেকারত্ব দূর করার চেষ্টা করে যাচ্ছি , দীর্ঘ চার বছর ধরে এসোসিয়েশন এর সভাপতি দায়িত্ব পালন করছি। শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে কর্মমুখী করার লক্ষ্যে কাজ করছি। শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, আমাদের ইন্সটিটিউটের আওতায় স্বল্প মেয়াদী কম্পিউটার শিক্ষা বিভিন্ন বেসিক ট্রেড এ সঠিক শিক্ষা অর্জন করে মাত্র ছয়মাসে কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট পাচ্ছে। যা সরকারি অথবা বেসরকারি চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কারিগরি বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন,
কারিগরি শিক্ষা বোর্ডের নামে দেখা দেখি কিছু অসাধু ভাসমান প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্রতিষ্ঠানের উপরে লেখা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। যাহা সম্পন্ন অবৈধ, তারা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে ভুয়া সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছে। এতে দেশ ও দেশের মানুষ প্রতারণার শিকার হচ্ছে। তাই সঠিক শিক্ষা গ্রহণ করার জন্য সকলকে আহবান জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে স্কুলের শিক্ষকগন, স্কুল পরিচালনা কমিটির সদস্যগণ, কারিগরি শিক্ষা বোর্ডের সদস্য বৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply