ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি :মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী।
চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুষ্পৃষ্টে সজীব হোসেন (২৮) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার(২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দক্ষিণ দেইচর গ্রামে এ ঘটনা ঘটে। সজীব ওই গ্রামের হাজিল উদ্দিন খান বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ জানান, সজীব হোসেন শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে বসতঘরের পাশে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply