মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী গলাচিপা উপজেলায় আদালতের আদেশ অবমাননা করে বিবাদী পক্ষ বসতবাড়ি দখল করতে গিয়ে সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন।আহতরা হলেন গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের সেকান্দার আলী সিকদারের ছেলে মোঃ দেলোয়ার সিকদার (৪৪)বেল্লাল সিকদার (৪০) মেয়ে মোসাঃ হনুফা বেগম (৪২) রহিমা বেগম (৩৯) আহতদের গুরুতর অবস্থায় পটুয়াখালী২৫০সর্য্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে,গলাচিপা উপজেলার পাতাবুনিয়া গ্রামে যে জমি নিয়ে হামলার ঘটনা ঘটেছে এ জমির, সিএস, পিএস, আরএস ও এসএ খতিয়ানে রেকর্ডিও সূত্রে বসতবাড়ির মালিক মোঃ সেকান্দার আলী সিকদার গংরা।এ ব্যাপারে সেকান্দার আলী সিকদার গংরা পটুয়াখালী জেলা যুগ্ন-জজ আদালতে মামলা করলে বিজ্ঞ বিচারক ঐ জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন, যার নাম্বার (৫৯০২)এ আদেশ অমান্য করে বিবাদী শামসুলহকসহ বকুল বাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান শহিদ হাওলাদার ও ইউপি সদস্য রেফাবুল ইসলামের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী নিয়ে গত বুধবার ২৭/৯/২৩ তারিখে আদালত অবমাননা করে। বাদীপক্ষের বসতবাড়ি জোর করে দখল করতে যান। এক পর্যায় সেকান্দার আলী সিকদার এর ছেলেরা বিবাদী পক্ষকে বাধাদিলে।পাতা বুনিয়া ইউপি চেয়ারম্যান শহিদ হাওলাদার ও ৭নং ওয়ার্ড এর রেফাবুল মেম্বারের নেতৃত্বে
মজিবর সিকদারসহ ৭০/৮০ জন সন্ত্রাস বাহিনী নিয়ে। সেকান্দার আলী শিকদারের পরিবারের উপর হামলা চালায়। এতে দেলোয়ার সিকদার (৪৪)মেয়ে হনুফা বেগম (৪২), মেয়ে রহিমা বেগম (৩৯) ও ছেলে বেলাল সিকদার (৪০)কে গুরুতর অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে ঔ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর খান ও স্থানীয়রা বলেন।চেয়ারম্যান শহিদ হাওলাদার ও রেফাবুল মেম্বারের নেতৃত্বে মজিবর সিকদার,সামসুলহক মোল্লা ও তার ছেলেসহ একাধিক লোক সন্ত্রাসী তাণ্ডব চালায়। এব্যাপার বকুল বাড়িয়া ইউপি চেয়ারম্যানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তার স্ত্রী বলেন এস্টেঅডারের কপি আগেই পেয়েছে কিন্তু চেয়ারম্যান আদালতের এস্টে অডার পড়ে দেখেনি এবং সেকান্দর গংরা সালিসীর কথা বলে আসেনি, তাই রাগ করে ওদের বাড়িতে মেম্বার সহ কিছু লোক পাঠায়।এ ব্যাপারে রেফা মেম্বারে কাছে জানতে চাইলে তিনি জানান আমি এ ঘটনার সাথে জড়িত ছিলাম না এ বিষয়ে সেকান্দার আলীর মেয়ের জামাই মোঃ হানিফ মীর জানায় ঘটনার সময় আমি ওখানে উপস্থিত ছিলাম আমাকে চেয়ারম্যান ও মেম্বার আটকিয়া রেখে আমার স্ত্রী ও তার ভাই বোনদের উপর অমানুষিক নির্যাতন করে।
এ ব্যপারে কোটে মামলা প্রক্রিয়াধীন রেয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply