1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  অপারেশন ডেভিল হান্ট : ২৪ ঘণ্টায় জামালপুরে গ্রেফতার-৭-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে থোকা থোকা সোনালী মুকুলের মৌ মৌ ঘ্রাণে মাতাচ্ছে বসন্ত বাতাসকে-গাজীপুর সংবাদ  জামালপুরে গণঅধিকার পরিষদ( জিওপি)’র ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মোহন কে সভাপতি এবং ওসমান কে সাধারণ সম্পাদক করে গর্বের বাকেরগঞ্জের ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন-গাজীপুর সংবাদ  আওয়ামী লীগ মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে’-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীতে ৩ বালু উত্তোলনকারীকে ১৫ দিনের জেল ও ৩ টি নৌকা জব্দ-গাজীপুর সংবাদ  সংঘর্ষে আহত অর্ধশত ২ প্লাটুন বিজিবি:থমথমে কুয়েট-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত!-গাজীপুর সংবাদ 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর আমখোলায় কিশোর গ্যাং এর তান্ডবে ঘর ভাংচুর ও গুরুতর যখম সাব্বির-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ টাইম ভিউ

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দড়ি বাহেরচর গ্রামের মোঃ সাব্বির হাং(২২) পিতাঃ মোঃ নেছার হাং নামক এক যুবক কে কুপিয়ে গুরুতর যখম করেছে, চর আমখোলা ইউনিয়নের কিশোর গ্যাং বাহিনী। ঘটনার তারিখ ও সময়ঃ ২৬/০৯/২০২৩ ইং তারিখ রোজ মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ৭ঃ৩০ মিনিটের সময়।

ঘটনা সুএে জানা যায়, গলাচিপা থানাধীন আমখোলা ইউনিয়নের দড়ি বাহেরচর ১ নং
ওয়ার্ডস্থ বাদীর নিজ বসত ঘর, সেই ঘরের ভিতর রাত সাড়ে সাতটায় কিশোর গ্যাং বেআইনি জনতাবদ্ধে অনধিকার গৃহে প্রবেশ করিয়া তাহাদের হাতে থাকা দাও, রামদা, লোহার রড,লাঠি সোটা দিয়ে অতর্কিত হামলা করে খুনের উদ্দেশ্যে মারপিট করিয়া গুরুতর যখম করে এবং শ্লীলতাহানি, চুরি সহ স্বর্নঅলংকার ও নগদ ৭৫ হাজার টাকা সুকেশ থেকে হাতিয়ে নিয়ে যায় এই কিশোর গ্যাংয়ের ১২-১৮ জনের মতো একটি কুখ্যাত সন্ত্রাসী বাহীনির
দল। পরে আহত সাব্বির ও তার ঘরে থাকা স্ত্রীর ডাক চিৎকার শুনিয়া স্থানীয় এলাকার লোকজন এলে তারা
পালিয়ে যায়, এবং সাব্বির এর অবস্থা আশংকাজনক দেখে

স্থানীয় লোকজন এর সহায়তায়
চিকিৎসার জন্য তাকে গলাচিপা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
ভর্তি করা হয়, বর্তমানে সে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

পরে এ ব্যাপারে উপজেলা গলাচিপা থানায় একটি লিখিত এজাহারে মামলা করেছে সাব্বির এর বাবা মোঃ নেছার হাং(৪৬) পিতাঃ মৃত ফুল শরীফ হাং উপজেলা গলাচিপা মামলা নং১৭/২০৬, তারিখঃ ২৭/০৯/২০২৩ ইং এবং মামলার একজন আসামি জাহাঙ্গীর সিকদার (৪৫)পিতাঃ মৃত মোন্তাজ সিকদার কে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। সাব্বির এর সাক্ষাৎ কারে এবং মামলার বিবরণে
আসামিদের নাম যানা যায়,
১/মোঃ রিফাত লস্কর( ১৯), পিতাঃ মোঃ নজরুল লস্কর, ২/ মোঃ পারভেজ সিকদার (১৯),
পিতাঃ মোঃ জাহাঙ্গীর সিকদার,
উভয় সাং দড়ি বাহেরচর, ০১নং
ওয়ার্ড, ৩/ মোঃ জাহিদুল হাং (১৮), পিতাঃ মোঃ জসিম হাং, ৪/ মোঃ আসাদুল লস্কর (১৯),
পিতাঃ মোঃ জাকির লস্কর, ৫/
মোঃ মেহেদী খান (১৯), পিতাঃ
মজিবর খান, সর্ব সাং -উত্তর
আমখোলা, ০২ নং ওয়ার্ড, ৬/ মোঃ সাকিব সিকদার(২০), পিতাঃ মোঃ রফিক সিকদার, ৭/ মোঃ জাহাঙ্গীর সিকদার (৪৫), পিতাঃ মৃত মোন্তাজ সিকদার, ৮/ মোঃ সুমন হাং(২০), পিতাঃ মোঃ শাহ আলম হাং, ৯/ মোঃ
আজিজুল খান (২০), পিতাঃ মোঃ শহিদ খান, ১০/ মোঃ ইমরান মৃধা (১৯), পিতাঃ মোঃ মজিবর মৃধা, ১১/ মোঃ তুহিন মৃধা (১৯), পিতাঃ মোঃ আমির মৃধা, সর্ব সাং – দড়ি বাহেরচর,০১ নং ওয়ার্ড, ১২/ মোঃ মহিবুল্লাহ খান (১৯), পিতাঃ মোঃ হানিফ খান, সাং উত্তর আমখোলা ০২ নং ওয়ার্ড, সর্ব ইউপি – আমখোলা, থানা -গলাচিপা, জেলা -পটুয়াখালী সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন।

এছাড়াও উক্ত ঘটনার
বিবরণে জানা যায় এই কিশোর গ্যাং অত্যান্ত খারাপ ও সন্ত্রাসী
প্রকৃতির কার্যকলাপ অএ এলাকায় করে বেড়ায়, এদের জন্য এলাকায় অশান্তি বিরাজমান এবং এরা কাউকে সম্মান দেয় না ও চাদাঁ বাজি, গাঁজা সেবন সহ বিভিন্ন কর্মকাণ্ড
করে বেড়ায়, এদের জন্য সাধারণ মানুষ খুব অতিষ্ঠ।
তাই অএ এলাকার লোকজন ও মুরুব্বিদের সবার একটাই দাবি প্রশাসনের ও মিডিয়ার কাছে, এদের কে দ্রুত এরেস্ট করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান এবং যাতে আসামিরা মুক্তি না পায়,
এবং সঠিক বিচার যাতে হয়,
সেই দাবি নিয়ে তারা সরকারের কাছে ও সর্বস্তরের মানুষের কাছে এবং মিডিয়ার মারফতে এই কুখ্যাত সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের হাত থেকে অএ এলাকার লোকজন মুক্তি চায়, এবং এই কিশোর গ্যাংয়ের বিচারের জন্য জোর দাবি জানান এলাকা বাসির জনগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024
Developer By Zorex Zira

Design & Developed BY: ServerSold.com

https://writingbachelorthesis.com