নিজস্ব প্রতিবেদকঃ
“কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করি, তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি” এ শ্লোগানকে সামনে রেখে স্বনির্ভর নারী কল্যাণ সংস্থা কিশোরী দলের উদ্যোগ ও আয়োজনে এ্যাকসিলারেটিং অ্যাকশন টু ইন চাইল্ড ম্যারেজ প্রকল্পের আওতায় এক আলোচনা সভা ও সচেতনতামূলক নাটক “রুখে দাও ইভটিজিং” মঞ্চস্থ হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকালে জামালপুর সদর উপজেলার পৌর এলাকার রশিদপুর বটতলা এলাকায় কেয়ার বাংলাদেশের সহযোগিতায়, লিড এনজিও এফপিএবি এবং ইউএনএফপিএ এর অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন, রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মমিন। স্বাগত বক্তব্য রাখেন, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার
নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক খান।
এদিকে রশিদপুর বটতলা সিভিওর প্রধান নির্বাহী মোছাঃ মোস্তাকিমার সার্বিক তত্বাবধানে এবং মারুফা জান্নাত মিলার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, গণ চেতনার কর্মসূচি সমন্বয়কারী ফাতেমা নার্গিস, সূর্যতোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী মোঃ খোরশেদ আলম, প্র্যাস এর চেয়ারপার্সন মাহবুবুর রহমান, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান ও বাংলাদেশ ন্যাশনাল প্রেস ক্লাবের প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল।
কিশোরীদের সামাজিক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহতি এ অনুষ্ঠানে ১৫ জন কিশোরী অংশ নেয়, যাদের বয়স ১২ থেকে ১৮ বছর। এ সময় কিশোরীদের মা-বাবা ও উৎসুক গ্রামবাসীদের উপস্থিতিতে পরিবেশিত
মঞ্চ নাটক “রুখে দাও ইভটিজিং” ব্যাপক দর্শক সমাদৃত হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply