মিঠুন পাল, (পটুয়াখালী)
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ১১৩ পটুয়াখালী(৩) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদার উপস্থিতিতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ২৭ টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন কমিটি, কেন্দ্রীয় কালীবাড়ি কমিটি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তা সমন্বয়ে এক আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন শাহ। এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সহ-সভাপতি হাজী মোঃ মজিবুর রহমান , প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম হাং, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি দিলীপ কুমার বনিক, সাধারণ সম্পাদক তাপস কুমার দত্ত, আটখালী মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। সভায় মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরার মাধ্যমে পূজার সার্বক্ষনিক লাইভ দেখা ও নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা সহ প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার ভি.ডি.পি ও প্রত্যেক ইউ পি চেয়ারম্যানকে সার্বিকভাবে সহায়তার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী। ইতিপূর্বে শারদীয় দূর্গা পূজা নিয়ে গত ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ উপজেলা আইন-শৃঙ্খলা সভায় নানাবিধ সিদ্ধান্ত নেওয়া হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply