সৈয়দ মুনিরুল হক নোবেলঃ
জামালপুরে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শফিউর রহমানের সাথে রবিবার জেলায় কর্মরত সাংবাদিকদের এক পরিচিতি সভা তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানসহ প্রশাসনের কর্মকর্তাগণ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, টেলিভিশন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, সাংবাদিক সাজ্জাদ আনসারী, জামালপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ শওকত জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ। এ সময় সাংবাদিকরা জামালপুর জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড যেমন তুলে ধরেন তেমনিভাবে সাংবাদিকদের সার্বিক কাজে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসকের সহযোগিতাও কামনা করেন। নবযোগদানকৃত জামালপুরের জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান সাংবাদিকদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আশ্বাস প্রদান করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply