নিজস্ব প্রতিবেদক :-
বাকেরগঞ্জ সরকারি কলেজের২০২৩২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এসো নবীন দলে দলে শিক্ষার মশাল হাতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রলীগের পতাকা তলে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সকল ছাত্র-ছাত্রীদের সেবায় কাজ করছে বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ।
সরেজমিনে দেখা যায়, কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে একটি হেল্প ডেক্স খোলা হয়েছে, হেল্প ডেস্কে ভর্তি হতে সকল ছাত্র-ছাত্রীর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে সহযোগীতা করা, ছাত্র- ছাত্রীদের যেন নির্বিঘে কাজ করতে পারে সে উপলক্ষে কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা কাজ করেছে।
ছাত্র-ছাত্রীদের সেবা ও হেল্প ডেস্ক সম্পর্কে কলেজ ছাত্রলীগের নেতা নাজিম ডাকুয়া বলেন, আমরা কলেজ ছাত্রলীগ বরাবরের মতই ছাত্র- ছাত্রীর সেবায় কাজ করে যাচ্ছি, এবারও আমরা কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে হেল্প ডেস্ক এর মাধ্যমে আমরা সেবা দিয়ে যাচ্ছি, আমি আশা রাখি আগামীতেও আমরা ছাত্র-ছাত্রীর মান উন্নয়নে কাজ করে যাবো। ভর্তিচ্ছুদের কষ্ট লাঘব করার জন্য আমাদের এই আয়োজন। আমাদের নেতাকর্মীরা তাদের স্ব স্ব ডিপার্টমেন্টে গিয়ে সহযোগিতা করেছে। ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের পাশে থাকে। অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে।
এসময় শাখা ছাত্রলীগ নাজিম ডাকুয়া,
আল আমিন হাওলাদার, হাসিব,রবিউল, রাকিব, নকিব, রাব্বি, শাওন, মাইনুলসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কলেজে ছাত্রলীগের সেবার বিষয়ে ভর্তি হতে আশা শিক্ষার্থীরা জানান, আমরা ছাত্রলীগের এই ধরনের কর্মকান্ড দেখে খুবই খুশি এবং তাদের কর্মকান্ড অনেক প্রশংশনীয়। ভর্তি সহযোগীতা করাতে আমাদের খুবই উপকার হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply