মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় আদালতে তদন্ত রিপোর্ট আসার আগেই বিবাদীর বিরুদ্ধে একতরফা রায় প্রদানের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের কালারাজা গ্রামে। এ বিষয়ে মামলার বিবাদী মোসা. মিনারা বেগম গং বলেন, সরদার আবদুল রহমান নয়া মিয়ার সাথে আমাদের রেকর্ডীয় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। উক্ত বিরোধের কারণে সরদার আবদুল রহমান নয়া মিয়া আমাদের নামে এম,পি ৬০৮/২০২২ নং মোকদ্দমায় দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আটখালী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. ইমরান নেওয়াজকে ২০/০৯/২০২২ খ্রি. তারিখের ২১২ নম্বর স্মারকাদেশ মোতাবেক ঘটনাস্থল পরিদর্শন পূর্বক কাগজপত্র পর্যালোচনা করে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। আটখালী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. ইমরান নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক কাগজপত্র পর্যালোচনা করে গত ০৫/১২/২০২২ খ্রি. তারিখ আদালতে প্রতিবেদন পেশ করেন। যার স্মারক নং- ইউ.ভূ.অ.১৫৩.আট/২০২২। কিন্তু আদালতে প্রতিবেদন আসার আগেই ০১/১২/২০২২ খ্রি. তারিখ ৪ (চার) দিন আগেই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ
সহকারী মো. জাফর বিবাদীর বিরুদ্ধে একতরফা রায় প্রদান করেন। তদন্ত রিপোর্ট আসার আগেই আমাদেরকে ক্ষতিগ্রস্থ করার হীনমানসে আমাদের বিরুদ্ধে একতরফা রায় প্রদান করে। এ বিষয়ে মামলার ১নং ২য় পক্ষ মো. ইমাম হোসেন বলেন, হাই কোর্ট, জজ কোর্ট এবং সুপ্রিম কোর্টে এই জমি নিয়ে বিরোধের কারণে মামলা বিচারাধীন ও চলমান রয়েছে। কিন্তু ১ম পক্ষ কীভাবে তদন্ত রিপোর্ট আসার আগেই ১ম পক্ষের পক্ষে এবং আমাদের বিরুদ্ধে রায় করে নেয় তা আমরা বুঝতে পারছি না। তিনি আরো বলেন, তাহলে কী টাকার বিনিময়ে এ কাজ করা হয়েছে। তাহলে তো টাকার কাছে আইন ও বিক্রি হয়ে যায়। আমরা বিচার পাব কোথায়। আমরা এর সঠিক বিচার চাই। মামলার নথি ও নকল তুলতে গেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর দেই দিচ্ছি বলে ঘুরাচ্ছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply