স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার
ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন শনিবার
(৭ অক্টোবর) দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ৫০০ টাকা ব্যয়ে এ ভবনের উদ্বোধন করেন,বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। পরে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুফিয়া সুলতানা, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান প্রমুখ।
ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যায়লটি পৌর শহরের একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় হলেও দীর্ঘদিন অবহেলিত অবস্থায় ছিল।
স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র সহযোগিতায় দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চারতলা নতুন ভবন নির্মিত হওয়ায় প্রাণ ফিরেছে বিদ্যালয়টিতে।এবং দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় নতুন ভবন পেয়ে চরম উচ্ছ্বসিত হয়েছে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী। গাজিপুর সংবাদ / হু. কবির
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply