মিঠুন পাল,(পটুয়াখালী) প্রতিনিধি
নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা মৎস্য অধিদপ্তর,কতৃক মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়নে উপজেলা টাস্কর্ফোস কমিটির সভা ও স্টেক হোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ অক্টোবর রোজ সোমবার বেলা ১১টায় উপজেলা টাস্কর্ফোস কমিটির বাস্তবায়নে ও উপজেলা মৎস্য অধিদপ্তর কতৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোঃ নাসিম রেজা এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী এর সঞ্চালনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ টাস্কর্ফোস কমিটির সভায় উপস্থিত থাকেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। এছাড়াও আরো উপস্থিত থাকেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সজল দাস, থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন সহ বিভিন্ন সরকারি, বেসরকারি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীবৃন্দ। উল্লেখ যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩, ১২ অক্টোবর হতে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরন,পরিবহন,মজুদ,বাজারজাতকরন, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ তাই সকল মৎসজীবীদেরকে এই ২২ দিন মা ইলিশ ধরা নিষেধ করা হয় এবং এই কদিন নদী সহ সাগরে অভিযান ও মোবাইল কোর্ট অব্যহত থাকবে বলে সভা জানানো হয়। এছাড়াও সভা উপস্থিত সকলের মতামত প্রকাশ ও সরকারি বিধিমালা অনুযায়ী এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বলে জানান।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply