কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সাফাইশ্রী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন হয়েছে।
গতকাল ১০ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এই কেন্দ্র উদ্বোধন করেন।
সিমিন হোসেন রিমি এমপি বলেন, অনেক দিনের স্বপ্ন বাস্তাবায়ন হয়েছে। সরকার শুধু কৃষি সারের জন্য গত বছর শুধু ভুর্তুকী দিয়েছে ২৮ হাজার কোটি টাকা। মহিলা কর্নারের পাশে কাপাসিয়াতে বিশাল ময়লার স্তুপ থেকে প্লাস্টিক কে আলাদা করে এবং ওখানে পঁচনশীল যা আছে সেটা মাটির সাথে মিশে আছে সেগুলি যদি আমরা ব্যবহার করতে পারি। তাহলে ময়লারও একটা ব্যবস্থাপনা হলো এবং মাটির যে শক্তি সেটা আবার মাটির কাছে ফিরিয়ে দেওয়া হলো। জৈব সার প্রস্তুতকারি প্রতিষ্ঠান শ্যামল বাংলা কৃষি ফার্ম লি. জানান, এই সার বালি মাটিকে দ্রুত কাদামাটিতে রুপান্তরিত করে এবং মাটির খাদ্য উৎপাদনকে উদ্ভিদের গ্রহণোপযোগি করে তোলে। এই জন্য বালি ও কাঁকরযুক্ত মাটির জন্য এটা আদর্শ সার। এটা ধান, আলু,আখ, আম লিচু,কাাঁঠাল, শসা,করলা,ঢেড়স,চিচিঙা সহ বিভিন্ন ফসলী জমিতে প্রয়োগ করা যেতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রধানমন্ত্রী কার্যালয়ের এনডিসি সিনিয়র সচিব (অবঃ) সুরাইয়া বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) মাহফুজুল কাদের, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষি অফিসার সুমন কুমার বশাক, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ । তাছাড়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply