ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় ১টি ঢালাই লোহার কারখানা ও ১ টি চুনা তৈরী কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মহাসড়ক সংলগ্ন আনারপুরা বাস স্ট্যান্ড ও মেঘনা পুরাত ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচিত হয়। এতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দাইত্বে ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি.এম. রাশেদুল ইসলাম।
তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান বলেন,
গজারিয়া উপজেলার অবৈধ গ্যাস বিচ্ছিন্ন আমাদের অভিযান অব্যাহত ছিল। সম্প্রতি বেশ কিছু পত্রপত্রিকায় এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আমরা অভিযান জোরদার করি। আজকে উপজেলার আনারপুরা এলাকায় একটি ঢালাই কারখানায় এবং মেঘনা পুরাতন ফেরিঘাট এলাকায একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। দুই কারখানায় প্রতিমাসে আনুমানিক ৮থেকে ১০ লক্ষ টাকার অবৈধ গ্যাস পুরাতো। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম প্রমুখ। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply