শাহরিয়ার শাকিল বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধর্মদেহি গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক সাব্বির আহমদ এর এক মাত্র পুত্র আহমেদ আরিয়ান রাব্বির ষষ্ঠ বারের মত ঝাঁকঝমক ভাবে জন্মদিন পালিত করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) রাত ৮ ঘটিকার সময় নানা আয়োজনের মধ্যে দিয়ে সাংবাদিক সাব্বিরের এক মাত্র পুত্র আহমেদ আরিয়ান রাব্বির জন্মদিনটি পালিত করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে আহমেদ আরিয়ান রাব্বি তাঁর পিতা – মাতা সহ আত্নীয় স্বজন সুধী-শুভাকাঙ্কীদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সুচনা শুরু করেন।
জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলা শাখার প্রচার সম্পাদক, যুগ – যুগান্তর পত্রিকার বড়লেখা প্রতিনিধি সাংবাদিক শাহরিয়ার শাকিল, আলী হোসেন, ফখরুল ইসলাম, সাব্বির আহমদ, লুৎফুর রহমান ও সুধী শুভাকাঙ্ক্ষীবৃন্দগন।
এদিকে আহমেদ আরিয়ান রাব্বির জন্মদিন উপলক্ষে ফেইসবুকে পোস্ট দিয়ে, ইন বক্সে মেসেজ দিয়ে ও মোবাইল ফোনে কল দিয়ে, অনেক বন্ধু-বান্ধব,আত্মীয় স্বজন , সুধী- শুভাকাঙ্খী বৃন্দুরা জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।এছাড়াও ও জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে আত্নীয় স্বজনের পক্ষ থেকে অনেকে কবিতা,বই গান,ক্রেস্ট, নগদ টাকা উপহার সরুপ প্রদান করেছেন।
উল্লেখ্যঃ সাংবাদিক শাহরিয়ার শাকিল জন্মদিন অনুষ্ঠানে এক শুভেচ্ছা বক্তব্যে বলেছেন, প্রথমে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা ও শুভ কামনা জ্ঞাপন করছি, জন্মদিনে কি বা দিব, এক বুক ভালোবাসা ছাড়া, কিছুই দেওয়ার নেই। দোয়া করি তনয়ের মত উজ্জ্বল হও,তটিনীর মত চঞ্চল হও,অম্বর এর মত করে উদার হও,আর ঢেউয়ের মতন হও উচ্ছল। পরিশষে বড় হয়ে পিতা মাতার স্বপ্ন কে বাস্তবে রুপান্তর করবে এমনটি প্রত্যাশা।
এদিকে জন্মদিনে বিভিন্ন আত্নীয়স্বজন, সুধী শুভাকাঙ্ক্ষীগনের উপস্থিতে জন্মদিনের অনুষ্ঠানটি ঝাঁকঝমক ভাবে ভরপুর হয়ে উঠে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply