ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা দুই মেধাবী মুখ,দু’বোন সানজিদা আহমেদ চৈতি ও জান্নাতুল ফেরদোসী (রিয়া) স্কলারশীপ পেয়ে ব্যারিস্টারী ও আর্কিটেকচার পড়তে ইংল্যান্ডে গিয়েছেন।
দু’বোনের জন্য দোয়া চেয়েছেন তাঁদের বাবা-মা।বাবা গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর চর বাউশিয়ার(অব:)সেনা কর্মকর্তা সাব্বির আহমেদ,মা
আকলিমা আক্তার (শান্তা)।যিনি একজন নারী উদ্যাক্তা, সিইও এস আর ট্রেডিং। তিনি উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মুদারকান্দী নিবাসী আবুল কাসেম এর মেয়ে।
জানা যায়,বড় মেয়ে সানজিদা আহমেদ (চৈতি) ব্যারিস্টারী পড়তে স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডের ব্রিস্টল ইউনিভার্সিটি গিয়েছে,চৈতি ইউনিভার্সিটি অব লন্ডন এর বাংলাদেশ শাখা হতে এল,এল,বি শেষ করে ফাইনাল ইয়ারে পরীক্ষা দিতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন।
চৈতি শিক্ষা জীবনে নার্সারী –অষ্টম শ্রেণী,ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ,এস, এস,সি – মাইলস্টোন স্কুল ও কলেজ,এইচ এস সি- -বীরশ্রেষ্ঠ লেঃ শহীদ আনোয়ার গার্লস কলেজ,এল,এল,বি- ইউনিভার্সিটি অব লন্ডন (বাংলাদেশ শাখায়)পড়েছে,সে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক মনা,এ মেয়ে দেশের বড় জাতীয় পতাকা তৈরিতে অংশ গ্রহন করে গিনেস ওয়ার্ল্ড বুক সার্টিফিকেট ও পেয়েছে।
ছোট মেয়ে জান্নাতুল ফেরদোসী (রিয়া) আর্কিটেকচার পড়তে স্কলারশিপ নিয়ে অক্সফোর্ড এফিলেট ডেমোনফোর্ট ইউনিভার্সিটিতে যায় ২০২২ইং সালে।
রিয়া ক্যামব্রিজে থেকে ও লেভেলে ৮ টা সাবজেক্টে ৫ টা তে ওয়ার্ল্ড হাইস্ট নাম্বার পায় এবং এ লেভেলে ৫টা সাবজেক্টে ৪ টা তে ওয়াল্ড হাইস্ট নাম্বার পেয়ে ডেইলি স্টার এয়ার্ড পায়। প্রথম বর্ষে পরীক্ষায় সাড়া ইংল্যান্ডে আর্কিটেকচার বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে গোল্ডেন এয়ার্ড পায় এবং ফাস্ট ইয়ারে টপার হওয়াতে ফ্রান্স ও ন্যাদারল্যান্ডে যাওয়ার সুযোগ পায়।
রিয়ার শিক্ষা জীবনে নার্সারী – অষ্টম শ্রেণী ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজও –লেভেল, সিডনি ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ,এ– লেভেল, ক্যাপ্সটন স্কুল ও কলেজ,রিয়া প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে স্কলারশিপ পায়।
দু’বোন যেন শিক্ষা জীবন সফলতার সাথে শেষ করতে পারে সেজন্য পরিচিতজন,শুভাকাঙ্ক্ষী সকলের কাছে দোয়া চেয়েছেন,তাঁরা যেন আগামী দিনে গজারিয়ার মানুষের পাশে দাঁড়াতে পারে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply