মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোর আধুনিক সদর হাসপাতাল এর পিছনের একটি গলি থেকে একটি বিদেশী ও একটি দেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যার দিকে সদর হাসপাতালে পেছনের গলি থেকে পরিত্যাক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়।
নাটোর নিচাবাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালের পেছনে অভিযানে যায়। এ সময় ওইখানে থাকা কয়েকজন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ পরে সেখান থেকে পরিত্যক্ত একটি ব্যাগের ভেতর থেকে একটি বিদেশী পিস্তল এবং একটি দেশী রিভলবার উদ্ধার করে। তদন্ত করে শেষে বলতে পারবো এই অস্ত্র এখানে কারা এবং কী উদ্দেশ্যে নিয়ে এসেছে তা দ্রুত বের করার চেষ্টা করবে। উল্লেখ্য আজ বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত নাটোরে পৃথক দুটি ঘটনায় এমপি শিমুলের অনুসারী দুটি গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয় এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারী ছাত্রলীগের পৌর ও সদর উপজেলা কমিটি ঘোষণা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এনিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply