সৈয়দ মুনিরুল হক নোবেলঃ
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জামালপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের যৌথ আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, জামালপুরের জেলা প্রশাসক মো.শফিউর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মুনমুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো.সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা সমবায় কর্মকর্তা আব্দুল হান্নান, উপ-সহকারি নিবন্ধক মো. আতিকুর রহমান ও উপজেলা সমবায় অফিসার শাহানাজ বেগম। আরও বক্তব্য রাখেন, চিত্র রেখা মহিলা সমবায় সমিতির সভানেত্রী রিক্তা বেগম।এর আগে দিবসটি উদযাপান উপলক্ষে জামালপুর শহরের ফৌজদারী মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply