স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুর জেলার ফুলবাড়ী প্রেসক্লাবের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার (৬নভেম্বর)
উদযাপন করা হয়েছে।
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু। ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র মো. মামুনুর রশীদ চৌধুরী।
শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি সহ অন্যান্য অতিথিদ্বয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিবসটির সূচনা করেন। উল্লেখ্য, ১৯৮১ খ্রিষ্টাব্দের ৬ নভেম্বর ফুলবাড়ী প্রেসক্লাব প্রতিষ্ঠালাভ করে। সেই থেকে প্রতি বছর ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ৬ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়ে থাকে।
গাজীপুর সংবাদ -হু.কবির
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply