খান মোঃ মাহাদীঃ
জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত বাংলাদেশের সর্বশেষ নদীর তালিকা বাতিল এবং সকল নদীর তালিকা সঠিকভাবে প্রণয়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবে নোঙরের উদ্যােগে ১০ নভেম্বর সকালে সেমিনারের আয়োজন করা হয়।
বরিশাল বিভাগ থেকে একমাত্র আমন্ত্রিত সংগঠন গর্বের বাকেরগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন মোহন উক্ত সেমিনারে অংশ নিয়ে, জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত বাংলাদেশের সর্বশেষ নদীর তালিকা অবিলম্বে বাতিল এবং নতুন করে তালিকা প্রণয়নের দাবি তোলেন। এসময় তিনি বলেন, বাংলাদেশের সব থেকে নদী বহুল উপজেলা বাকেরগঞ্জ। নদী আমাদের ইতিহাস ও সভ্যতার অংশ। নদী আমাদের মায়ের মতো। অথচ সুকৌশলে বাকেরগঞ্জের নদী কেন্দ্রিক ইতিহাস মুছে দেওয়ার লক্ষে, বাকেরগঞ্জের নদীর নাম তালিকা থেকে বাদ দেওয়া, গভীর ষড়যন্ত্রের একটা অংশ বলে বাকেরগঞ্জের জনগণ মনে করেন।
সেমিনারে নদী নিয়ে কাজ করা জাতীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের প্রধানরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ নদী রক্ষা কমিশন, বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সেমিনারে বাকেরগঞ্জের একটা নদী কে মডেল হিসেবে প্রতিষ্ঠা করা এবং বাকেরগঞ্জের নদী সমূহের তালিকা নতুন করে তৈরি ও নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply