হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় একটি নীলগাই উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০) বিজিবি।
গত সোমবার (১৩ নভেম্বর )দুপুরে উপজেলার পারিয়া ইউনিয়নের ফকিরভিটা নামক এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতায় বিজিবি নীলগাইটিকে ধরতে সক্ষম হয়। স্থানীয়রা জানান, দুপুরে ১ টায় শালডাঙ্গা নামক এলাকায় স্থানীয় লোকজন নীরগাইটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। কান্তিভিটা বিওপির টহল দল সেখানে গিয়ে নীলগাইটি খোঁজা শুরু করে। পরে এলাকাবাসির সহায়তায় দুপুর পৌনে ৩ টায় নীলগাইটিকে ধরেন।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জানান, বর্তমানে নীলগাইটিকে কান্তিভিটা বিওপিতে রাখা হয়েছে।
জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় বন বিভাগের কাছে এটি হস্তান্তর করা হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply