মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর
নিম্নচাপটি আজ রাত ১২টার দিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নিতে পারে বলে জানা গেছে। এটি শুক্রবার দুপুরে ১১টি জেলার উপকূল অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে , মোংলা ও পায়রা বন্দর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। এর এগিয়ে যাওয়ার গতি বিশ্লেষণ করলে বলা যেতে পারে যে, ঘূর্ণিঝড় হিসেবে এটি শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড়টি খুলনা ও বরিশালের মাঝখান দিয়ে (খেপুপাড়ার ওপর দিয়ে) উপকূল অতিক্রম করতে পারে বলে অনুমান করা হচ্ছে।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামসহ মোট ১১টি জেলায় ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। এসব জেলার ঝুঁকিপূর্ণ মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply