মনজুরুল ইসলাম স্টাফ রিপোটারঃ
নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক নারীকে ধর্ষনের
পর হত্যার দায়ে স্বামী বেলাল হোসেন ও স্ত্রী জেসমিন খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক
মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
কারাদন্ড প্রাপ্ত বেলাল হোসেন (৩৭) সদর উপজেলার উলুপুর এলাকার জব্বার আলীর ছেলে।এবং বেলাল হোসেনের স্ত্রী জেসমিন (২৭) বালিয়া ডাঙ্গা এলাকার আলাউদ্দিন এর মেয়ে।
মামলার সূত্রে জানা যায়, ২০১০ সালের ১১ জানুয়ারী সকালে নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় নূর মোহাম্মদের আম বাগানে অজ্ঞাত এক নারীর মৃতদেহ পড়ে আছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার
শেষে জব্দকৃত আলামতে জেসমিনের পাসপোর্ট সাইজের ছবি ও একটি নোট বুক পাওয়ায় সন্দেহ জনক ভাবে জেসমিন খাতুনকে আটক করে পুলিশ। পরে জেসমিনের স্বামী বেলাল হোসেন জড়িত থাকা সন্দেহে আটকের চেষ্টা করে।
এঘটনায় নাটোর সদর থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান জেসমিন ও তার স্বামী বেলাল হোসেনের নাম উল্লেখ করে মামলা দাখিল করেন।
স্পেশাল কোর্টের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, দীর্ঘ ১৩ বছর পরে মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে স্বামী বেলাল হোসেন ঘটনার পর থেকে
পলাতক থাকায় তার অনুপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। আর স্বামী বেলাল হোসেন কে অজ্ঞাত পরিচয়ের এ নারীকে ধর্ষন ও হত্যা কাজে সহযোগিতা করায় মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আসামী স্ত্রী জেসমিন এর উপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন আদালত। এছাড়াও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন আদালত। নিহত নারীর নাম পরিচয় না পাওয়া আর পুলিশ বাদি হওয়ায় জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে বলেও জানান তিনি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply