মোঃকামাল পারভেজ,গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ মোহাম্মদ মাহ্বুব মোরশেদ।
তিনি গত শনিবার (১৮ নভেম্বর) তারাগঞ্জ থানা হতে বদলী সূত্রে মাওনা হাইওয়ে থানায় যোগদান করেন।
ওসি মোরশেদ বলেন,তাঁর হাইওয়ে এলাকায় ফুটপাত দখলমুক্ত,চাঁদাবাজি বন্ধ, দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে অটো বা মহাসড়কে অবৈধ থ্রি হুইলার বন্দ সহ কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
মহাসড়কে কোনো রকম নাশকতা করতে দেওয়া হবে না।এই বিষয়ে হাইওয়ে পুলিশ কাউকে কোনো ছাড় দিবে না।তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন,মহাসড়কে কোনো অবস্থায় থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না।এদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
এই সব লক্ষ্য অর্জনে হাইওয়ের বিভিন্ন শাখার পুলিশিং কমিটি, সচেতনমহল ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।
তিনি আরও জানান, কঠোর সতর্কাবস্থার মধ্যেও কেউ যদি হাইওয়ে পুলিশ কিংবা অন্য কারো দ্বারা বেআইনিভাবে হেনস্থার শিকার হলে নিম্নে উল্লেখিত মোবাইল নম্বরে (ওসি হাইওয়ে-০১৩২০১৮২৭৮৭) যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি।
উল্লেখ্য,শেখ মোহাম্মদ মাহ্বুব মোরশেদ কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা(ডিবি)হিসেবে বেশ কিছু দিন দায়িত্ব পালন করেন।এরপর তিনি নোয়াখালীর কোমগঞ্জ থানার ওসির দায়িত্ব পালন করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম.এ.ডিগ্রি অর্জন করেন।২০০২ সালে এস.আই.হিসাবে পুলিশ বাহিনীতে যোগ দান করেন। তিনি চট্টগ্রাম জেলার বাসিন্দা।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply