পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শহরে ২২ নভেম্বর বুধবার বেলা ১২ টায় এক মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন, রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা খাতুন। এসময় তাঁর সাথে ছিলেন, লক্ষ্মীপুর জেলা কৃষি বিপনন কর্মকর্তা মনির হোসেন, সঙ্গীয় ফোর্সসহ রায়পুর থানার উপ-পরিদর্শক মোঃ ইরফান এবং স্থানীয় সংবাদকর্মীগন।
এসময় রায়পুর বাজার প্রধান সড়কে হাজী আব্দুল খালেকের মালিকীয় মেসার্স খালেক ব্রাদার্সে অনুমোদনবিহীন এলপি গ্যাস বিক্রি ও ব্যাবসায়ীক অনিয়মের কারনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বোরহান উদ্দীনের চাউলের দোকান আল-আমিন ট্রেডার্সের কৃষি বিপনন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বোরহান উদ্দীন উপস্থিত হয়ে জরিমানার টাকা পরিশোধ করেন।
খালেক ব্রদার্সের ম্যানেজার মোঃ মুসা বলেন, বাজারে অনেক দোকানদারই লাইসেন্স ছাড়া এলপি গ্যাস বিক্রয় করে, সে জন্য আমরাও বিগত কয়েকদিন যাবত এলপি গ্যাস সিলিন্ডার বিক্রয় করি।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা খাতুন বলেন, বাজার ব্যাবস্থপনা ও জনগনের স্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
লক্ষ্মীপুর জেলা কৃষি বিপনন কর্মকর্তা মনির হোসেন বলেন, ভোক্তাদের স্বার্থে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি এবং মোবাইল কোর্ট এর মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হচ্ছে।
ব্যাবসা করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স ব্যাবহার করতে হবে এবং সঠিক ওজন ও ন্যায্য দামের ব্যাপারে এসময় ব্যাবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply