ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা একটি নদীতে পাতানো ডুব জালে ধরা পড়েছে বিশাল আকৃতির অজগর সাপ গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভাটেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার কামাল মিয়ার চা-য়ের দোকান সংলগ্ন নদীতে মাছের জন্য পাতানো ডুব জালে এই-ই সাপটি ধরা পড়ে। পরে এটিকে বন বিভাগের কর্মকর্তারা এসে গজারিয়া এলাকা সংলগ্ন নদীতে অবমুক্ত করে।
প্রত্যক্ষদর্শী ও শহীদ জানান, গতকাল বুধবার রাতে মধ্য ভাটেরচর নদীতে মাছ ধরার জন্য চায়না ডুব জাল পেতে রেখেছিলেন। আজ সকালে জাল তুলে দেখেন একটি অজগর সাপ আটকা পড়েছে। পরে ৯৯৯ এ ফোন দিলে গজারিয়া উপজেলা বনবিভাগের লোকজন এসে সাপটি নিয়ে যায়।
উপজেলা বনবিভাগের কর্মকর্তা শফিক ভুঁইয়া জানান, সকালে মধ্য ভাটেরচর নদীতে মাছ ধরার জন্য চায়না ডুব জাল পাতেন স্থানীয় বাসিন্দা মো. শহীদ মিয়া।
পরে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান বিশাল আকৃতির একটি অজগর সাপ আটকে আছে। ৯৯৯ এ ফোন দিলে উপজেলা বনবিভাগের লোকজন সাপটি উদ্ধার করে অবমুক্ত করে। তিনি আরো বলেন, উদ্ধার অজগর সাপটি প্রায় ৫ ফুট লম্বা। সাপটি গজারিয়া এলাকা সংলগ্ন নদীতে অবমুক্ত করা হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply