মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ইস্যুতে পুলিশ সদর দপ্তর কর্তৃক ৩৩৮ জন ওসিকে বদলির চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে,তার মধ্যে ঢাকা মহানগর ৩৪ জন,আর চট্টগ্রাম মহানগরের আছেন ৫ জন
পুলিশ কর্মকর্তা রয়েছেন।
৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তার আগে সকালে ৩৩৮ থানার ওসিকে বদলির বিষয়ে সম্মতি দেয় নির্বাচন কমিশন।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বিকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “বেশিরভাগ ক্ষেত্রে এই ওসিদের বর্তমান নির্বাচনি এলাকার বাইরে বদলি করা হয়েছে। কোথাও একই জেলায়, কোথাও জেলার বাইরে বদলি হয়েছে।”
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। কাদের বদলি করা হবে সেই প্রস্তাব কমিশনে পাঠাতে বলা হয়।
সে অনুযায়ী ছয় মাসের বেশি সময় ধরে একই কর্মস্থলে থাকা ওসিদের তালিকা কমিশনে পাঠায় জননিরাপত্তা বিভাগ। আর এক বছর দায়িত্বে থাকা শতাধিক ইউএনওর বদলির প্রস্তাব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে এর আগে ৪৭ জন ইউএনওর বদলির অনুমোদন করে ইসি। পরে বুধবার ১১০ ইউএনও এবং ৩৩৮ জন ওসিকে বদলির প্রস্তাব আসে, যাতে বৃহস্পতিবার অনুমোদন দেয় কমিশন।
নির্বাচন কমিশন এ পর্যন্ত ২০৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির প্রস্তাব অনুমোদন করেছে জানিয়ে ইসি সচিব বলেন, “নির্বাচনি এলাকার অবস্থানের ভিত্তিতে ইউএনওদের বদলি হচ্ছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেলে তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” ঢাকা মহানগর পুলিশের যে ৩৪ ওসিকে বদলি করা হয়েছে তাদের কাউকেই ডিএমপির বাইরে পদায়ন করা হয়নি।
এর মধ্যে শুলশান থানার ওসি বিএম ফরমান আলীকে যাত্রবাড়ী থানায়, খিলক্ষেতের কাজী সাহান হককে বনানী থানায়, ক্যান্টনমেন্ট থানার ওসি মুন্সী ছাব্বীর আহম্মদকে মিরপুর মডেল থানায়, বনানীর ওসি মোস্তাফিজুর রহমানকে গেন্ডারিয়ায়, তুরাগ থানার মওদুত হাওলাদারকে শাহআলীতে, উত্তরা পশ্চিম থানার মুহাম্মদ মাসুদ আলমকে সূত্রাপুরে, উত্তরখানের ওসি কাজী আবুল কালামকে কদমতলীতে, উত্তরা পূর্ব থানার নাসির উদ্দিনকে ভাষানটেক থানায়, শাহআলী থানার ওসি আমিনুল ইসলামকে নিউ মার্কেট থানায়, দারুসসালাম থানার ওসি শেখ আমিনুল বাশারকে খিলক্ষেতে, মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীনকে তেজগাঁওয়ে, ভাষানটেক থানার ওসি জানে আলম মুনশীকে ওয়ারীতে, পল্লবীর ওসি মাহফুজুর রহমান মিয়াকে কোতয়ালী থানায়, শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়াকে রমনায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলামকে গুলশান থানায়, তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসানকে পল্লবীতে, হাজারীবাগের ওসি মু. আহাদ আলীকে শেরেবাংলা নগর থানায়, কলাবাগানের সাইফুল ইসলামকে কামরাঙ্গীরচর থানায়, শাহবাগের নূর মোহাম্মদকে হাজারীবাগ থানায়, রমনার ওসি আবুল হাসানকে উত্তরা পশ্চিম থানায়, পল্টনের সালাহ উদ্দীন মিয়াকে খিলগাঁও থানায়, সবুজবাগের আতিকুর রহমানকে শ্যামপুর থানায়, খিলগাঁওয়ের মনির হোসেন মোল্লাকে পল্টন থানায়, ওয়ারী থানার ওসি মোস্তাজিরুর রহমানকে শাহবাগে, সূত্রাপুরের ওসি মইনুল ইসলামকে বংশাল থানায়, বংশালের মজিবুর রহমানকে উত্তরা পূর্ব থানায়, কোতয়ালী থানার ওসি শাহীনুর রহমানকে ক্যান্টনমেন্ট থানায়, গেন্ডারিয়ার আবু সাইদ আল মামুনকে উত্তরখান থানায়, কদমতলীর ওসি প্রলয় কুমার সাহাকে সবুজবাগ থানায়, যাত্রাবাড়ীর মফিজুল আলমকে কলাবাগান থানায়, শ্যামপুরের নজরুল ইসলামকে দারুসসালাম থানায়, কামরাঙ্গীচরের মোস্তফা আনোয়ারকে তুরাগ থানায়, নিউ মার্কেট থানার ওসি শফিকুল গনি সাবুকে তেজগাঁও গোয়েন্দা বিভাগে এবং লালবাগ ডিবির এ বি এম মশিউর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বদলি করা হয়েছে।
চট্টগ্রামে সিএমপি’তে ও ঢাকা মহানগরের মতো চট্টগ্রাম নগর পুলিশের বদলি হওয়া ওসিদেরও বাইরে পদায়ন করা হয়নি। একইচিত্র বন্দর নগরীর বাইরের ছয় থানাতেও।
বদলি আদেশের মধ্য রয়েছে চট্টগ্রাম নগর পুলিশের চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদারকে বন্দর থানায়, সদরঘাট থানার ওসি গোলাম রব্বানীকে আকবর শাহ থানায়, বায়েজিদ বোস্তামি থানার মোহাম্মদ ফেরদৌস জাহানকে সদরঘাট থানায়, আকবর শাহ থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবরকে চকবাজার থানায় এবং বন্দর থানার সঞ্জয় কুমার সিনহাকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে।
মহানগরীর বাইরে চট্টগ্রামের ছয় থানার ওসিও বদলি হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম জেলার রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুনকে জোরারগঞ্জ থানায়, জোরারগঞ্জেরর ওসি জাহিদ হোসেনকে রাউজান থানায়, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিনকে সীতাকুণ্ড থানায় বদলি করে, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদকে বাঁশখালী থানায় বদলি করা হয়েছে।
এছাড়া মীরসরাই থানার ওসি কবির হোসেনকে সন্দ্বীপ থানায় এবং সন্দ্বীপ থানার ওসি সহিদুল ইসলামকে মীরসরাইয়ে বদলি করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply