নিজস্ব প্রতিবেদক :-
মানিকগঞ্জ জেলা সদরের মৃত আতাউর রহমানের পুত্র তুষার আলমের বিরুদ্ধে জেলা সদরের মৃত্যু কাশেম খানের পুত্র মো: আসাদুজ্জামান খান (দোলন) ঢাকা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর তুষার আলম ও তার সোহেলী জেসমিন খানম এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তুষার আলম আজিমপুর (উপবিভাগ -২) গণপূর্ত অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয় তুষার আলম দীর্ঘ বছর ধরে গণপূর্ত বিভাগে উপ- সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত থেকে সরকারের বিভিন্ন প্রজেক্টর কাজের টাকা দুর্নীতির মাধ্যমে আইন বহির্ভূতভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ ও সম্পদের পাহাড় গড়েছেন।
অভিযোগকারী মো: আসাদুজ্জামান খান (দোলন) অভিযোগে অবৈধ সম্পদের বর্ণনায় উল্লেখ করেছেন, তুষার আলমের স্ত্রী সোহেলী জেসমিন খানম ঢাকার শান্তিনগর রমনা সার্কুলার রোডে স্কাই হোটেলের অপর সাইডে দরিক জীবনের আলো এ্যাপার্টমেন্ট, লিফটের (৪ র্থ তলা) হাউজ নং – #৫৯, ফ্ল্যাটের মালিক।
ঢাকায় স্কয়ার হাসপাতালের পাশে পান্থপথে অ্যাপার্টমেন্ট ধুমইনো সোহেলী জেসমীন খানমের নামে বিলাসবহুল ফ্লাট রয়েছে। মানিকগঞ্জ সদর বাওটা রোডে, রমজান আলী সড়কে বিলাসবহুল ৫ তলা বিশিষ্ট ভবনের মালিক। মানিকগঞ্জ শহীদ তজু রোডে তাজ এন্টারপ্রাইজ এর মালিক যার হোল্ডিং নং – ০০৪২ -০০, ঢাকা চকবাজারে দোকান রয়েছে। ব্যক্তিগতভাবে দুইটি প্রাইভেট কারের মালিক। এছাড়াও ঢাকার নীলক্ষেতে তাস প্রোডাক্ট আমি একটি দোকান রয়েছে।বনশ্রীর বি – ব্লকে একটি বাড়ি নির্মাণ কাজ সমাপ্তির পথে। এছাড়াও প্রাইম ব্যাংক ঢাকা নিউমার্কেট শাখায় তাজ এন্টারপ্রাইজ অনুকূলে এম এস তাজ এন্টারপ্রাইজ নামে একটি চলতি হিসাব রয়েছে। যার হিসাব নং -০০১১১০০০০০৬৬৭। উক্ত বিষয়গুলো সঠিকভাবে তদন্ত করে তুষার আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন অভিযোগকারী মো: আসাদুজ্জামান খান।
এই বিষয়ে জানতে চেয়ে সাংবাদিকরা একাধিকবার ফোন করেও আজিমপুর গনপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা তুষার ও তার স্ত্রী সোহেলী জেসমিন খানম কে পাওয়া যায়নি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply