কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ১টি প্রতিষ্ঠানের মালিককে ১৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১১ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার সদর বাজারে কাঁচা মালের এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি রিফাত নূর মৌসুমী।
ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ও সরকার নির্ধারিত বাজার মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করতে,এছাড়া দোকানে মূল্য তালিকা না রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ” ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” অনুযায়ী ১৫০০/ ( পনেরো শত টাকা) জরিমানা করা হয়।
এই অভিযান পরিচালনাকালে সব ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা টানানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, এবং অবৈধ মজুদদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী বলেন, সরকারিভাবে প্রতিটি পণ্য সামগ্রীর মূল্য নির্ধারণ করা হয়েছে,অথচ বিক্রেতারা যে যার মতো করে বিক্রি করছেন। সরকারি নির্ধারিক মূল্যে বাজার পরিস্থিতি ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও অন্যন্য পণ্যের দাম পর্যবেক্ষণ করে সর্তক করা হয়।
তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply