নিজস্ব প্রতিবেদক:
আজ ১২ ডিসেম্বর গাজীপুর মহানগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এম আমজাদ খান সভাপতি ও এম. আকতারুজ্জামান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এক আনন্দঘন পরিবেশে গাজীপুরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের তৃতীয় তলার অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, পুবাইল বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর আবুল হোসেন চৌধুরী, দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক , নজরুল ইসলাম আজহার, গাজীপুর মহানগর প্রেসক্লাবের উপদেষ্টা সাইফুল ইসলাম মানিক, জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর মহানগর শাখার সভাপতি আবুল বাসার পলাশ, সেক্রেটারি জাহিদুর রহমান বকুল, সিনিয়র সাংবাদিক ছানাউল্ল্যা নুরী, শিল্পী রুবেল মাহমুদ, আর্টিস্ট বেলায়েত হোসেন, সাংবাদিক কাজল খান, শেখ মোহাম্মদ রাশেদ উল হোসেন কমল, মিজানুর রহমান প্রমুখ কবি জসিম উদ্দিন । নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন এরশাদ আলম শরীফ, দেলোয়ার হোসেন সরকার ও নুরে আলম সিদ্দিকী। নির্বাচিত কমিটি সভাপতি এম. আমজাদ খান ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পায় ১০ ভোট, কার্যকরি সভাপতি এম আব্দুল্লাহ আল মামুনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন । সিনিয়র সহ- সভাপতি আনিসুল ইসলাম বিনা প্রতিদ্বিতায় নির্বাচিত হন, সহ-সভাপতি মাজহারুল ইসলাম বোরহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, সেক্রেটারি আকতারুজ্জামান ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২০ ভোট পান, যুগ্ম সাধারণ সম্পাদক- ১ এইচ এম নুরুল হক বাবু ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৩ ভোট পান, এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, যুগ্ম সাধারণ সম্পাদক ২ – মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক, মোবারক হোসেন রনি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, অর্থ সম্পাদক মোঃ মমিন মিয়া, অফিস সম্পাদক, সোলাইমান হোসেন রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক, রেজাউল করিম রেজা, তথ্য ও গবেষণা সম্পাদক, শহিদুল ইসলাম সাগর, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, ওমর ফারুক আকন্দ তারেক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আবু সাঈদ চৌধুরী, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ ফারুক মিয়া, নির্বাহী সদস্য- ১ এম হাসিবুজ্জামান আকাশ, নির্বাহী সদস্য – ২ এম এ হাকিম, নির্বাহী সদস্য -৩ মো: জুম্মন খান। এখানে বিশেষভাবে উল্লেখ্য যেহ গাজীপুর মহানগর প্রেসক্লাবের নির্বাচনে ১০০% ভোট কাস্ট হয়েছে, নির্বাচিত কমিটি আগামী ২০২৪ ও ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply