হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে জেলা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার আর্ট গ্যালারীতে অবস্থিত শহীদদের স্মরণে নির্মিত অপরাজেয়-৭১ স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী,
পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে প্রমুখ।এছাড়াও সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও জেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply